26401

03/12/2025 রাজশাহীতে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত

রাজটাইমস ডেস্ক

৩ মার্চ ২০২৫ ১৩:৫০

রাজশাহীতে ট্রাকচাপায় অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

সোমবার ভোর ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-রাজশাহী নগরীর হোসনীগঞ্জ এলাকার জাফর হক (৪৫), গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন গ্রামের সুন্দরী (৬০) ও একই গ্রামের আদরী (৩৫)।

আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গোদাগাড়ী থানার ওসি রুহুল আমিন জানান, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি গোদাগাড়ী থেকে রাজশাহী যাচ্ছিল। যানটি রাজাবাড়িহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অ্যাম্বুলেন্সটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অ্যাম্বুলেন্স থেকে আরও তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে তাদের রামেকে ভর্তি করা হয়।

ওসি আরও বলেন, লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের স্বজনদেরও খবর দেওয়া হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]