2641

05/07/2024 রাত পোহালেই পুঠিয়া ও কাটাখালি পৌর নির্বাচন

রাত পোহালেই পুঠিয়া ও কাটাখালি পৌর নির্বাচন

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২০ ০১:০৭

রাত পোহালেই রাজশাহীর পুঠিয়া ও কাটাখালি পৌর নির্বাচন। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন অফিস। ভোট গ্রহণের নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচন অফিস ও আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

তবে কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রাখতে নয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েনের র‌্যাব, আনসারসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন। তবে এখানকার প্রতিটি কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল ৮টা থেকে টানা বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

রাজশাহীর কাটাখালি পৌরসভায় মেয়র পদে আ’লীগের নৌকা প্রতীক নিয়ে দলীয় প্রার্থী হয়েছেন বর্তমান পৌর মেয়র আব্বাস আলী, বিএনপি প্রার্থী সিরাজুল হক ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র অধ্যাপক মাজেদুর রহমান। পুঠিয়া পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩ জন প্রার্থী। এর মধ্যে আ’লীগ সমর্থিত নৌকা প্রতীকে রবিউল ইসলাম রবি, বিএনপির ধানের শীষে আল মামুন ও স্বতন্ত্রপ্রার্থী গোলাম আজম নয়ন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]