26423

04/20/2025 মুশফিক-মাহমুদউল্লাহসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন যারা

মুশফিক-মাহমুদউল্লাহসহ কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন যারা

রাজটাইমস ডেস্ক

৫ মার্চ ২০২৫ ১৮:৫৬

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। অনেক স্বপ্ন নিয়ে এই টুর্নামেন্টে গিয়েও ফিরতে হয়েছে শূন্য হাতে। তবে এমন হতশ্রী পারফরম্যান্সের পরও ক্রিকেটাররা পাচ্ছেন সুখবর। তাদের জন্য নতুন চুক্তি তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন চুক্তিতে বেতনও বাড়ছে ক্রিকেটারদের।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, প্রায় সব ফরম্যাটে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন পেসার তাসকিন আহমেদ। কেন্দ্রীয় চুক্তির ২২ সদস্যের তালিকায় তিনিই একমাত্র সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে থাকছেন। গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে।

বৈশ্বিক গ্রেডিং পদ্ধতি মেনে এ+, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভাগ করা হবে। এতে ‘এ’ ক্যাটাগরিতে থাকতে পারেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম।

এছাড়া অভিজ্ঞ তারকা মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমানদের পাশাপাশি তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা জায়গা পাচ্ছেন ‘বি’ ক্যাটাগরিতে।

‘সি’ ক্যাটাগরিতে থাকতে পারেন তরুণ সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদীরা।

আর ‘ডি’ ক্যাটাগরিতে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে চলেছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরা।

সাকিব আল হাসান এরই মধ্যে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে। তবে ওয়ানডে থেকে অবসর না নিলেও তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখছে না বিসিবি। এদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে মুশফিক-মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন উঠলেও কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছে তাদের নাম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]