26424

04/20/2025 ফাইনালের টিকিট নিশ্চিতে নিউজিল্যান্ডের রানের রেকর্ড

ফাইনালের টিকিট নিশ্চিতে নিউজিল্যান্ডের রানের রেকর্ড

রাজটাইমস ডেস্ক

৫ মার্চ ২০২৫ ১৮:৫৯

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে রানের রেকর্ড গড়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ফাইনালের টিকিট নিশ্চিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ ওভারে ৩৬২ রানের পাহাড় গড়েছে কিউইরা।

এর আগে চলতি আসরেই ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে ৩৫৬ রান করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় অস্ট্রেলিয়া।

আজ বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিযামে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে রানের রেকর্ড গড়ার পথে জোড়া সেঞ্চুরি তুলে নেন নিউজিল্যান্ডের দুই তারকা ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র ও সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]