03/13/2025 নাটোরে কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২০ ০১:৩৯
নাটোরের বড়াইগ্রামের প্রধানমন্ত্রীর অনুমোদিত ড. এমএ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় বনপাড়া পৌরসভাসংলগ্ন হারোয়া ভবানীপুর এলাকায় স্থাপনের দাবিতে প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ মানববন্ধন করা হয়েছে।
রোববার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস থেকে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বনপাড়া বাজারের প্রায় সহস্রাধিক ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে মানববন্ধনে অংশ নিয়ে এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।