26484

03/12/2025 শিরোপা জয়ের পর শামির মায়ের পা ছুঁলেন কোহলি

শিরোপা জয়ের পর শামির মায়ের পা ছুঁলেন কোহলি

রাজটাইমস ডেস্ক

১০ মার্চ ২০২৫ ১৩:৫৪

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এ দিন মাঠে হাজির হয়েছিলেন ভারতের পেসার মোহাম্মদ শামির পরিবার। দুবাইয়ের মাঠে দেখা যায় শামির মা, ভাই ও বোনকে।

শিরোপা জয়ের পর মাঠে পরিবার নিয়ে দাঁড়িয়ে ছিলেন শামি। এ সময় হাসিমুখে সেদিকে এগিয়ে গিয়ে শামির মায়ের পা ছুঁয়ে আর্শীবাদ নেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

এরপর সবাই পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললেন। আরও কয়েকজন গেলেন কোহলির সঙ্গে ছবি তুলতে। কোহলির শামির মায়ের পা ছোঁয়ার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কোহলিকে প্রশংসায় ভাসান ভক্তরা।

জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার কোহলির। ক্যারিয়ারের গোধূলি-লগ্নে রয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। বিদায় নেওয়ার আগে দলকে আরও ভালো অবস্থানে রেখে যেতে চান কোহলি।

কোহলি বলেন, ‘চলে যাওয়ার আগে দলকে সবাই আরও ভালো অবস্থানে রেখে যেতে চায়। আমার মনে হয়, আমাদের এমন একটি স্কোয়াড আছে, যারা আগামী আট বছর যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। শুভমান গিল দুর্দান্ত। শ্রেয়াস আইয়ার সুন্দর। লোকেশ রাহুল ম্যাচ শেষ করছে এবং হার্দিক পান্ডিয়াও ব্যাট হাতে দুর্দান্ত।’

বর্তমানে বেশ শক্তিশালী দল ভারত। এ প্রসঙ্গে কোহলি বলেন, ‘ড্রেসিংরুমে প্রতিভার ছড়াছড়ি। তারা নিজেদের খেলাটা পরের ধাপে নিয়ে যেতে চায় এবং আমরা সিনিয়ররা তাদের সাহায্য করতে পেরেও আনন্দিত। আমরা অভিজ্ঞতা ভাগাভাগি করে নিই, যে কারণে ভারতের দলটা এতো শক্তিশালী।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]