03/12/2025 হিলিতে দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা
রাজটাইমস ডেস্ক
১১ মার্চ ২০২৫ ১২:০৩
দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে দেশী পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫-২০ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধি পণ্যটির বাজারদর কমার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দুদিন আগেও পণ্যটির দাম ছিল কেজিপ্রতি ৪০ টাকা। বর্তমানে তা কমে প্রকারভেদে ২০-২৫ টাকায় নেমে এসেছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা আবুল হাসনাত বলেন, ‘রমজান শুরুর আগের দিন থেকে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল। বর্তমানে মোকামগুলোয় সরবরাহ বেড়েছে। দুদিন আগেও মোকামে পেঁয়াজের দাম ছিল মণপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। বর্তমানে তা কমে মণে ৬০০-৬৫০ টাকায় নেমে এসেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ‘রমজান ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন স্বাভাবিক ও নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। আমরা নিয়মিত দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন হাট ও বাজারে অভিযান চালাচ্ছি। এ সময় বিক্রেতাদের ক্রয়-বিক্রয় ম্যামো পরীক্ষা করছি। কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি বা কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করেন, সেক্ষেত্রে আর্থিক জরিমানাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’