26496

03/12/2025 এপ্রিলে লংকায় যাচ্ছে বাংলাদেশ

এপ্রিলে লংকায় যাচ্ছে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক

১১ মার্চ ২০২৫ ১২:০৬

পঞ্চাশ ওভারের ক্রিকেটে ছয়টি ম্যাচ খেলতে আগামী এপ্রিল মাসে শ্রীলংকায় যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার এক বিবৃতিতে সফরের সূচি প্রকাশ করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

অর্ধ মাসব্যাপী সফর শুরু হবে ২৪ এপ্রিল। ওয়ার্ম আপ ম্যাচের পর ২৬ এপ্রিল শুরু হবে প্রথম ওয়ানডে। ‍দুদিন পর দ্বিতীয়টি। এরপর পহেলা মে, ৩ মে, ৬ ও ৮ মে বসবে বাকি ম্যাচগুলো।

লংকার হাম্বানটোটায় বসবে সব ম্যাচ। খেলা কখন শুরু হবে, সেই সময় এখনও নির্ধারণ করা হয়নি।

আগামী বছরের শুরু দিকে জিম্বাবুয়ে ও নাবিবিয়ায় আসর বসার কথা আছে যুব বিশ্বকাপের। নিজেদের প্রস্তুতির কাজ লংকা সফর থেকেই শুরু করে দিচ্ছেন জুনিয়র টাইগাররা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]