26511

03/13/2025 হজযাত্রীদের নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

হজযাত্রীদের নতুন নির্দেশনা দিল সৌদি সরকার

রাজটাইমস ডেস্ক

১২ মার্চ ২০২৫ ২২:৫৭

আজ আমাদের দেশে রমজানের ১১ দিন শেষ হলো। ঈদের চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ রোজা রাখার পর পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। কিন্তু এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে। এ বছরের রমজান মাসটি ২৯ নাকি ৩০ দিনের হবে সে তথ্য প্রকাশ করেছে তারা।

সংস্থাটি জানিয়েছে, এবার আরব আমিরাতে ৩০ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। আর ৩১ মার্চ পালিত হবে ঈদ। এর অর্থ হলো- তাদের ধারণা অনুযায়ী মধ্যপ্রাচ্যে এবার রমজানের রোজা হবে ৩০টি।

সাধারণ মানুষের উদ্দেশ্যে ইতিমধ্যে দুবাই জ্যোতির্বিদ্যা কেন্দ্র ঘোষণা করেছে, ‘যদি আপনারা চাঁদ দেখতে পান, তাহলে পর্যবেক্ষণের বিষয়টি স্থানীয় কমিটি অথবা অফিসিয়াল চাঁদ দেখা কমিটিকে জানান। সংযুক্ত আরব আমিরাতে ৩০ মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। এতে ৩১ মার্চ ঈদুল ফিতর শুরু হতে পারে।’

যদি আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত ৩১ মার্চ ঈদুল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন। মধ্যপ্রাচ্যে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়। এরপর ১ মার্চ থেকে সেখানে শুরু হয় রমজান।

আমাদের দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরেই ঈদ হয়। সে হিসেবে সবকিছু ঠিকঠাক থাকলে ধারণা করা যায়, আমাদের দেশে ১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। তবে, সবকিছুই নির্ভর করছে চাঁদ দেখার ওপর।

এদিকে আমিরাতের চাঁদ দেখা কমিটি আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস। ওইদিন দেশটিতে রমজানের ২৯তম দিন থাকবে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যদি রমজান মাসটি ৩০ দিন পূর্ণ করে তাহলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচদিনের ছুটি পাবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]