26517

03/15/2025 ফিলিস্তিনপন্থী ২২ শিক্ষার্থীকে শাস্তি দিলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

ফিলিস্তিনপন্থী ২২ শিক্ষার্থীকে শাস্তি দিলো কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

রাজটাইমস ডেস্ক

১৪ মার্চ ২০২৫ ১৩:৪০

ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জন্য ২২ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কাজ করে এমন একটি ক্যাম্পাস কর্মী গোষ্ঠী বলছে, মোট ২২ জন শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত, বহিষ্কার বা বাতিল করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানায় কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করার দাবি জানিয়ে গত বছর একটি একাডেমিক ভবন দখল করেছিলেন শিক্ষার্থীরা। এই পদক্ষেপের কারণে ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফিলিস্তিনপন্থী ক্যাম্পাস বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ কর্তৃক গ্রেফতার হওয়া কলম্বিয়ার ছাত্র এবং গ্রিন কার্ডধারী মাহমুদ খলিলকে অব্যাহতভাবে আটক রাখার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো।

ছাত্র সংগঠন জোট ‘কলম্বিয়া বিশ্ববিদ্যালয় বর্ণবাদী ডাইভেস্ট’ (CUAD) জানিয়েছে, কলম্বিয়া এবং এর অধিভুক্ত বার্নার্ড কলেজ মোট নয়জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। এই পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক সংখ্যক বহিষ্কারের ঘটনা।

কলম্বিয়া ইউনিভার্সিটি অ্যাপার্টহাইড ডাইভেস্ট হলো ছাত্র সংগঠনগুলির একটি জোট যারা ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কাজ করে। জোটটি প্রাথমিকভাবে ২০১৬ সালে গঠিত হয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]