03/15/2025 ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহীর সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবা প্রতিনিধি:
১৪ মার্চ ২০২৫ ১৮:৫৬
শুক্রবার ইসলামী ব্যাংক হাসপাতাল রাজশাহী লক্ষ্মীপুর শাখার উদ্যোগে কর্মরত সকল জনশক্তিদের নিয়ে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট অধ্যাপক ডাক্তার মোঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে হাসপাতালের কনসাল্টেশন সেন্টারে আয়োজিত সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আরবী বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মু. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক ফাউন্ডেশন রাজশাহীর ডাইরেক্টর এডমিন মোঃ ইমাজ উদ্দিন মন্ডল, ইসলামী ব্যাংক রাজশাহী লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মোঃ নাজমুল ইসলাম, নিউ মার্কেট শাখার ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন, কার্ডিও ভাস্কুলার সার্জন ডাক্তার মোঃ বদরুজ্জামান।
হাসপাতালে সহকারী সুপারিনটেনডেন্ট মোঃ সাইফুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র হিসাব অফিসার রবিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ডঃ মোঃ আব্দুর রহমান, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আব্দুল মালেক, ডায়াগনস্টিক ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার মোঃ মখলেসুর রহমান, ইঞ্জিয়ার মোখলেসুর রহমান, পারচেজ অফিসার মোঃ মেসবাহউল আলম, স্টোর অফিসার মোঃ শফিকুর রহমান মার্কেটিং অফিসার মোঃ রফিকুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ মনিরুজ্জামান সহ বিভাগীয় ইনচার্জ ও সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।