03/19/2025 গুম কমিশনের মেয়াদ ৩ মাস বাড়াল সরকার
রাজটাইমস ডেস্ক
১৮ মার্চ ২০২৫ ১১:৪০
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সংঘটিত গুমের ঘটনা তদন্তের জন্য গঠিত কমিশনের মেয়াদ আরও ৩ মাস বাড়ানো হয়েছে। এই কমিশন গুমের অভিযোগ তদন্ত করছে, যার মধ্যে রয়েছে র্যাবের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ।
সোমবার (১৭ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে, যার মাধ্যমে গুম তদন্ত কমিশনের মেয়াদ ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি ১৫ মার্চ থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়।
এটি কমিশনের মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে পরবর্তী ধাপ। এর আগে, কয়েকবার এই মেয়াদ বাড়ানো হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন এখন ৩০ জুন পর্যন্ত তাদের তদন্ত ও প্রতিবেদন জমা দেওয়ার সময় পাবে।
এই কমিশনটি গত বছরের ২৭ আগস্ট গঠিত হয়, এবং এর কাজ শুরু হওয়ার পর থেকে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে, যেগুলোর বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার। গত ৫ নভেম্বর কমিশন জানিয়েছিল, গুমের ঘটনায় ১ হাজার ৬০০টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে তারা ৩৮৩টি অভিযোগের প্রাথমিক যাচাই করেছেন। বিশেষ করে, র্যাবের বিরুদ্ধে ১৭২টি অভিযোগ জমা পড়েছে। অভিযোগগুলো সম্পর্কে কমিশন ইতোমধ্যে ১৪০ জনের সাক্ষাৎকার নিয়েছে।