26562

03/19/2025 রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

রাজশাহীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৫ ২২:৫৪

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। হাসিনা বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগামী। আজ  মঙ্গলবার রাজশাহী মহানগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
তিনি আরো বলেন, এই ইফতার ও দোয়া মাহফিল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। হাসিনা বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অগ্রগামী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার সর্বাত্মক সহযোগিতা ও দিকনির্দেশনা ছিল। তাকে নিয়ে বেগম খালেদা দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দুঃখ, কষ্ট ও বেদনায় থাকেন তখন সারাদেশের মানুষও কষ্টে থাকেন। তিনি যখন হাসি দেন তখন দেশের মানুষও যেন হাসিখুশিতে থাকেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার অনুরোধ করেছেন দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে শক্তিশালী করতে। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে কাজ করবে। খালেদা জিয়াকে গণতন্ত্রের নেত্রী, দেশনেত্রী উপাধি দিয়েছে মানুষ।
তিনি আরো বলেন, কিছু কিছু জায়গায় হঠাৎ করে কেউ কেউ দলে আসার চেষ্টা করছে। আমরা দেখছি তাদেরকে নিয়ে এই শহরে আওয়ামী দুঃশাসনের সময় যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে নিয়ে মারামারি, গোলাগুলি, চাঁদাবাজি ও হত্যার মতো ঘটনাও ঘটছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এগুলার সাথে থাকবে তাদের চিহ্নিত করুন। যদিও আমাদের দলের লোকজন এসব কর্মকাণ্ডের সাথে থাকবে বলে বিশ্বাস করিনা। যদি থাকে তাহলে আইনের কাছে সৌপর্দ করুন।
তিনি আরো বলেন, বিএনপি একটি উদারপন্থি ও গণতান্ত্রিক একটি দল। এই দলের নেতাকর্মীরা মানুষের সেবা ও দেশের উন্নয়নে কাজ করে। মানুষের পাশে পাশে থাকে। স্থানীয় নেতাকর্মীদেরও তিনি বিপদে মানুষের পাশে থাকার আহবান জানান। ইফতার ও দোয়া মাহফিলের আয়োজকদের তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের দল ও দেশের মানুষের জন্য একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামীর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল মতিন, ইঞ্জি: আরিফুজ্জামান সোহেল। সভাপতিত্ব করেন, আব্দুল খালেক ও সঞ্চালনায় ছিলেন, শহিদুল ইসলাম শহীদ। ইফতার ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের  হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
 
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]