26565

03/19/2025 মোহনপুর ইউপি বিএনপির ইফতার মাহফিল 

মোহনপুর ইউপি বিএনপির ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৫ ২৩:১৩

রাজশাহীর মোহনপুর উপজেলা ধূরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে মহব্বতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়ায় অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।
 
ধূরইল ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড. শফিকুল হক মিলন।
 
বিশেষ অতিথি ছিলেন এ্যাড: তোফাজ্জুল হোসেন তপু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপি সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুজ্জোহা, সাবেক ইউপি চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক।অনুষ্ঠান পরিচালনা করেন ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক।
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]