26575

03/20/2025 ধামইরহাটে শিশু সুরক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধী মানববন্ধন

ধামইরহাটে শিশু সুরক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধী মানববন্ধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৯ মার্চ ২০২৫ ২১:১৮

নওগাঁর ধামইরহাটে সকল শিশুরাই নিরাপদ থাকুক,ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চাই" এই স্লোগান কে সামনে রেখে ১৯ মার্চ বুধবার বেলা ১১টায় উপজেলার আমাইতাড়া বাজারে শিশু সুরক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ওয়াচ এর আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, আস্থা যুব ফোরামের সদস্য, সুশীল সমাজ এবং স্থানীয় জনসাধারণ উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড প্লেকার্ডে ধামইরহাট নজিপুর সড়কের পাশে অবস্থান নেয় অংশগ্রহণকারী প্রতিনিধি বৃন্দ।

উল্লেখ্য সুইজারল্যান্ডের আর্থিক সহযোগীতায় ডেমোক্রেসি ওয়াচ আস্থা যুব ফোরাম নামক উপজেলা পর্যায়ে যুব প্লাটফর্ম তৈরী করেছে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর অধিকার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তাঁদের মূল স্রোতধারাতে সংযুক্ত করতে।

দেশের ১৮ টি জেলায় কাজ করে এই প্রকল্প। নওগাঁর ১১ টি উপজেলায় ৩০ সদস্য বিশিষ্ট যুব ফোরাম কমিটি রয়েছে। প্রতি তিন মাস পর উক্ত কমিটির মিটিং হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজ আলোচনা এবং মানববন্ধনে অংশগ্রহণ করে সংশ্লিষ্টরা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]