26583

03/28/2025 ৯৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করবে নির্বাচন কমিশন

৯৬ দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করবে নির্বাচন কমিশন

রাজটাইমস ডেস্ক

২০ মার্চ ২০২৫ ২২:২৯

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধনপ্রাপ্ত ৯৬টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন কমিশনারের নেতৃত্বে এ সংক্রান্ত কমিটি বৈঠক করেছে। এ বৈঠকে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ পাঁচটি বিষয়ে আলোচনা হয়।

নতুন নীতিমালা ও আগের পর্যবেক্ষক সংস্থাগুলোর বিষয় নিয়ে খসড়া কমিশনে উপস্থাপনের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালার পর্যালোচনা শুরু হয়েছে।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত সংস্থাগুলোর নিবন্ধন বাতিলের বিষয়ে এবং নতুন নীতিমালার খসড়া নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা একটি খসড়া দাঁড় করিয়েছি। খসড়াটি কমিশনের মিটিংয়ে তোলা হবে। আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কিছু কিছু সংস্থা তো বাতিল হবে। খসড়ার সিদ্ধান্ত তো এই মুহূর্তে বলা যাবে না। চূড়ান্ত না হলে বলা কঠিন।

সবশেষ নিবন্ধিত দেশীয় সংস্থাগুলো দ্বাদশ সংসদ নির্বাচনের আগে পাঁচ বছরের জন্য নিবন্ধন পেলেও আবার ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন নীতিমালার আলোকে নিবন্ধনের আবেদন করতে হতে পারে বলে জানান ইসি কর্মকর্তারা।

বিদ্যমান পর্যবেক্ষক নীতিমালা বহাল রেখেই দেশীয় পর্যবেক্ষক সংস্থার তালিকা বাতিল করা হচ্ছে কিনা, জানতে চাইলে ইসি বলেন, বিদ্যমান বিধিমালা ও সংস্কার কমিশনের যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো বিস্তারিত আলাপ-আলোচনা করেই সামনের দিকে এগোচ্ছি। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে, তাহলে বাতিল হবে।

সূত্র: বিবিসি বাংলা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]