26595

03/25/2025 জুনের মধ্যে এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশনা

জুনের মধ্যে এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশনা

রাজটাইমস ডেস্ক

২২ মার্চ ২০২৫ ১৩:৪১

আগামী জুনের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

কর্মকর্তারা বলছেন, একটি আবেদন নিষ্পত্তি করলে নতুন তিনটি আবেদন জমা পড়ে। পৌনে চার লাখের মতো আবেদন অনিষ্পন্ন ছিল। প্রায় এক লাখ আবেদন নিষ্পত্তির পর দেখা গেছে নতুন করে তিন লাখের বেশি আবেদন জমা পড়েছে। সেখান থেকেও পৌনে দুই লাখ নিষ্পত্তি করা হয়েছে। তবু নিষ্পত্তি শেষ হচ্ছে না।

ইসি সচিবের নির্দেশনায় বলা হয়েছে, ২০১১ সালের এক জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন লাখ ৭৮ হাজার এনআইডি সংশোধন আবেদন অনিষ্পন্ন ছিল, তারমধ্যে ক্রাশ প্রোগ্রাম করে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে।

এ ছাড়া গত ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত আবেদন জমা পড়েছে তিন লাখ দুই হাজার ২৬৬টি, তারমধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি আবেদন। অবশিষ্ট আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

সেই হিসাবে ২০১১ সাল থেকে এ পর্যন্ত চার লাখ দুই হাজার ৩০৮টি আবেদন অনিষ্পন্ন রয়েছে। আগামী জুনের মধ্যে সব অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করতে হবে।

বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৪৪ লাখের মতো। তাদের অনেকের জাতীয় পরিচয়পত্রে কোনো না কোনো ভুল থাকার কারণে প্রতিদিনই আবেদন জমা পড়ছে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]