26655

04/02/2025 ৭১ আর ২৪ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম

৭১ আর ২৪ আলাদা কিছু নয়: নাহিদ ইসলাম

রাজ টাইমস ডেস্ক

২৬ মার্চ ২০২৫ ২২:২২

৭১ আর ২৪ আলাদা কিছু নয়, বরং ২৪- এর গণঅভ্যুত্থানের মাধ্যমে ৭১- এর চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দেশের মানুষ স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারের জন্য বিভিন্ন পর্যায়ে জীবন ও রক্ত দিয়েছেন। এছাড়া লাখো শহীদের রক্তের বিনিময়েই আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম। তাই আজ মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।’

বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এ কথা বলেন।

তিনি বলেন, ‘সেই উপনিবেশবিরোধী সংগ্রাম থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান। আমরা মনে করি, আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, বারবার যা বেহাত হয়েছে এবং বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে। সামনের দিনগুলোতে আর যেন রক্ত দিতে না হয়, এমনটাই আমাদের চাওয়া।’

নাহিদ আরও বলেন, ‘আমরা মনে করি, ৭১ সালে আমরা যা চেয়েছিলাম সেটি ৫৪ বছরে অর্জিত হয়নি। ফ্যাসিজম ১৫ বছর ধরে চেপে বসেছিল—বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। এ গণঅভ্যুত্থানের ফলে স্বৈরাচাররা পালিয়েছেন।’

তিনি বলেন, ‘৭১- এ যে সাম্যের কথা বলা হয়েছিল, ২৪- এ কিন্তু আমরা বৈষম্যহীন সমাজের কথাই বলছি। যারা এটাকে পরস্পরবিরোধী বা মুখোমুখি দাঁড় করাচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। আমরা মনে করি, তারা ২৪- এর গণঅভ্যুত্থানকে, ছাত্রজনতার বিজয়কে প্রকৃতভাবে উপলব্ধি করতে পারেনি।’

এই যে তরুণরা নেমে এসেছেন, নতুন সময়ের যে বার্তা, সেই সময়ের বার্তাকে তারা ধারণ করতে পারছে না বলেও জানান জাতীয় নাগরিক পার্টির এই আহ্বায়ক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]