26673

04/02/2025 নাটোরে পুকুর থেকে ৪টি শর্টগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

নাটোরে পুকুর থেকে ৪টি শর্টগানসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজ টাইমস ডেস্ক

২৮ মার্চ ২০২৫ ২০:৩৯

নাটোরে একটি পুকুর থেকে ৪টি শর্টগানসহ ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে নাটোর সদর হাসপাতালের সামনে কান্দিভিটুয়া এলাকার তালাবঘাট পুকুর থেকে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানান, শুক্রবার সকালে নাটোর সদর হাসপাতালের সামনে তালাব পুকুরে দুইজন যুবক বরশি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বরশি পানির নিচে আটকে গেলে তারা ছুটাতে পানিতে নামে। এসময় একটি কম্বলে আটকে যাওয়া বরশি খুলে দেখে ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক। পরে বিষয়টি তারা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসে। এরপর ডুবুরি দল এসে পুকুরে খুঁজতে গিয়ে আরও ৪টি শর্টগান উদ্ধার করে।

নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি মাহবুব রহমান ঢাকা মেইলকে বলেন, সকালে দুই যুবকের বরশিতে ১টি ইয়ারগান ও ১ দোনালা বন্দুক পাওয়া যায়। পরে বিকেলে ডুবুরির মাধ্যমে ৪টি শর্টগান উদ্ধার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]