26684

04/05/2025 ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ

ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য জব্দ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২৯ মার্চ ২০২৫ ১৬:৫২

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ৪৯৩ পিচ টাপেন্টাডল ট্যাবলেট এবং ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্য বিজিবি।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

তিনি আরো জানান, গত ২৮ মার্চ রাতে উপজেলার চকিলাম বিওপি কমান্ডার মং চাদু মার্মার নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৮/১-এস এলাকার খয়েরবাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে ৪৯৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করা হয়।

এছাড়াও ২৯ মার্চ ভোরে অপর এক অভিযানে বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার বিধু শান্তি চাকমার নেতৃত্বে সীমান্ত পিলার ২৬২/৪-এস এর চককালু গ্রামের এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয় বিজিবি। মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।

সীমান্তে যেকোন চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]