2671

04/24/2024 পুঠিয়া পৌর মেয়র হলেন ধানের শীষ প্রার্থী

পুঠিয়া পৌর মেয়র হলেন ধানের শীষ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া

২৯ ডিসেম্বর ২০২০ ০১:৩৫

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে ৭৬০ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনিত প্রার্থী (ধানের শীষ মার্কা) আল মামুন খান। তার মোট প্রাপ্ত ভোট ৫৯২০টি। আর তার নিকতম প্রতিদ্বন্দ্বি আ’লীগ মনোনিত প্রার্থী (নৌকা) রবিউল ইসলাম রবি পেয়েছেন ৫১৬০ ভোট।

ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলা পরিষদে বেসরকারী ভাবে ফলাফল ঘোষনা করা হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদীন ফলাফলের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন।

এদিকে পৌরসভার সকল কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রে আগত সকল ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য, পুঠিয়া পৌরসভায় এবার মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন। আর পৌরসভার সকল ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে।

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]