26713

04/03/2025 গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮০ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮০ ফিলিস্তিনি

রাজ টাইমস ডেস্ক

১ এপ্রিল ২০২৫ ১৪:৪৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে পবিত্র ঈদুল ফিতরের দিন বোমা হামলা চালিয়ে ৬৪ জনকে হত্যার পর দিনও বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন আরো অনেকে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫০ হাজার ৩৫০ ছাড়িয়ে গেছে। খবর আনাদোলুর।

যুদ্ধবিরতির প্রথম দফা শেষ হওয়ার পর গাজায় গত ১৮ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৩৫৭ জনে পৌঁছেছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের প্রথম দিন গত রোববার ৫৩ জন নিহতকে গাজার হাসপাতালে আনা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরও ৩০৫ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৪ হাজার ৪০০ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]