26732

04/04/2025 লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে হুথিদের একের পর এক হামলা

লোহিত সাগরে মার্কিন রণতরী লক্ষ্য করে হুথিদের একের পর এক হামলা

রাজ টাইমস ডেস্ক

২ এপ্রিল ২০২৫ ১৯:৩৭

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও শক্তিশালী করতে বিমানবাহী রণতরীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে লোহিত সাগরে মার্কিন সামরিক বাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে অন্তত তিন বার হামলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় লোহিত সাগরের উত্তরাঞ্চলে মার্কিন এই রণতরী ও এর বহরে থাকা জাহাজে বুধবার ভোরের দিকে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

হুথিদের পরিচালিত আল-মাশিরাহ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছে, একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হুথির সামরিক শাখার সদস্যরা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালিয়েছেন। মার্কিন রণতরীর বহর লক্ষ্য অন্তত তিন বার এই হামলা চালানো হয়েছে। তবে লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুম্যানে হুথিদের হামলার বিষয়ে মার্কিন নৌবাহিনী এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি।

এদিকে, পেন্টাগন জানিয়েছে, আগে থেকে থাকা একটি রণতরীর সঙ্গে আরও একটি রণতরী যুক্ত করা হবে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চল থেকে আনা হচ্ছে। এই পদক্ষেপ মূলত হুথি বিদ্রোহীদের আক্রমণ ও তাদের সামরিক আগ্রাসন প্রতিহত করার জন্য নেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক জাহাজ ও সামরিক নৌবাহিনীর ওপর হুথিদের হামলা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র প্রতিদিন তাদের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, আগ্রাসন প্রতিহত করা এবং মুক্ত বাণিজ্যের পথ রক্ষা করার জন্য কার্ল ভিনসন রণতরী হ্যারি এস. ট্রুম্যানের সঙ্গে যুক্ত হবে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]