26761

04/06/2025 মার্কিন শুল্ক ইস্যু নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক

৫ এপ্রিল ২০২৫ ১৫:০৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনার জন্য এক জরুরি বৈঠক আহ্বান করেছেন।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়ে বলেছেন, শীর্ষপর্যায়ের বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং কর্মকর্তারা বৈঠকে যোগ দেবেন।

গত বুধবার (২ এপ্রিল) ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টা) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে বাংলাদেশি পণ্যে এতদিন গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]