2677

04/19/2025 কাটাখালীতে ইভিএম ছিনতাই 

কাটাখালীতে ইভিএম ছিনতাই 

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর ২০২০ ০৫:৪১

রাজশাহীর কাটাখালী পৌরসভা ৮ নং ওয়ার্ডে চর শ্যামপুর এলাকায় হামলা চালিয়ে ইভিএম মেশিন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুলে হামলা চালিয়ে নারী বুথের একটি ইভিএম মেশিন ছিনিয়ে নিয়ে যায় একজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হলে ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে সাড়ে রাত ৯ টার দিকে পুলিশ আজিজুলের মোড় এলাকা থেকে খোয়া যাওয়া ইভিএম উদ্ধার করে।

কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান বলেন, কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফের সমর্থকরা হামলা করে কেন্দ্রে ভাঙচুর চালায়। এসময় বাধা দিতে গেলে তারা পুলিশের উপর ইটপাটকেল ছোঁড়ে। তাদের ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]