26770

04/07/2025 গাজায় নতুন করে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে: জাতিসংঘ

গাজায় নতুন করে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে: জাতিসংঘ

রাজ টাইমস ডেস্ক

৫ এপ্রিল ২০২৫ ২২:৩২

গত মাসে যুদ্ধবিরতি ভেঙে গাজায় নতুন করে ইসরায়েলি তাণ্ডব শুরু হওয়ার পর আরেকটি মানবিক বিপর্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA)।

ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে সংস্থটি বলেছে, যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ফলে বাস্তুচ্যুতির আরও একটি ঢেউ শুরু হয়েছে। এর ফলে মাত্র ১৮ থেকে ২৩ মার্চের মধ্যে ১ লাখ ৪২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

শনিবার (৫ এপ্রিল) বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ১৯ লক্ষ মানুষ - যার মধ্যে হাজার হাজার শিশু রয়েছে - বোমাবর্ষণ, ভয় এবং ক্ষয়ক্ষতির মধ্যে বারবার জোরপূর্বক বাস্তুচ্যুতির মধ্য দিয়ে গেছে।

দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৮ মার্চ গাজায় পুনরায় আক্রমণ শুরু করে ইসরায়েল। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বর্বর হামলায় সেখানে ৫০ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য গত নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। গাজার উপর যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলারও মুখোমুখি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]