2678

04/05/2025 কাটাখালীতে ইভিএম ছিনতাই: পুলিশের মামলা

কাটাখালীতে ইভিএম ছিনতাই: পুলিশের মামলা

রাজটাইমস ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২০ ১৮:৪৩

দেশের প্রথম ধাপের পৌর নির্বাচনে রাজশাহীর কাটাখালীতে ইভিএম ছিনতাইসহ সংঘর্ষে চার পুলিশ আহতের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ ও ১৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করা হয়েছে।

গত সোমবার (২৮ ডিসেম্বর) রাতে প্রিসাইডিং অফিসার অভিষেক বসাক বাদী হয়ে কাটাখালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কাটাখালী থানার ওসি জিল্লুর রহমান।

তিনি বলেন, আমরা অভিযান অব্যাহত রেখেছি।

তবে গতকাল উদ্ধার করা হয় খোয়া যাওয়া ইভিএম। আহত পুলিশদের চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারী কাউন্সিলর প্রার্থী আবদুল লতিফ ও তার সমর্থকদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাতে ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শ্যামপুর কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ৮নং ওয়ার্ডভুক্ত শ্যামপুর কেন্দ্রে আবদুল মজিদ ২৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। এ সময় পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল লতিফের সমর্থকরা লাঠিসোটা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে দুটি ইভিএম ছিনতাই করে নিয়ে যায়।

এই সময় ছিনতাইকৃত ইভিএম উদ্ধারে পুলিশ ও বিজয়ী কাউন্সিলর মজিদ সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে লতিফ সমর্থকরা বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে। তারা ঘটনাস্থলে থাকা পুলিশের একটি পিকআপ ভাংচুর করে। পরে পুলিশ ছিনতাই হওয়া ইভিএম দুটি উদ্ধার করে।

 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]