04/08/2025 ধামইরহাটে চোলাই মদসহ ৪জন গ্রেফতার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
৭ এপ্রিল ২০২৫ ১৬:১৬
নওগাঁর ধামইরহাট উপজেলায় ১৪ লিটার চোলাই মদসহ ৪জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত রবিরার (৬ এপ্রিল) রাতে উপজেলার জাহানপুর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫।
আটক আসামিরা হলেন মুকন্দপুর এলাকার নীলকমল মালীর ছেলে রাজকুমার মালী (২৫), মৃত শহিদুল ইসলামের ছেলে শহিদ ইসলাম (২৫), মৃত মোক্তার হোসেনের ছেলে আবু হাসান (২০) এবং নীলকমল মালীর ছেলে জয়ন্ত মালী (২০)।
বিজ্ঞপ্তিতে আরো জানান, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থীতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় উপজেলার মুকুন্দপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদের নিকট হতে ১৪ লিটার চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা অনুযায়ী ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের সহিত জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।