26798

04/16/2025 সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

রাজ টাইমস ডেস্ক

৮ এপ্রিল ২০২৫ ০৯:০৮

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি তুরিন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয় তার বাসায়। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

ডিএমপি মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক ক্ষুদে বার্তায় জানান, তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ওই থানায় তার বিরুদ্ধে এক ছাত্রকে হত্যাচেষ্টার মামলা রয়েছে। ছাত্রটি গুলিবিদ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন। এছাড়া নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে তুরিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করে সরকার। তিনি জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। ২০১৯ সালে পেশাগত অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রসিকিউটর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]