26816

04/14/2025 রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার

রাজশাহী বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার

রাজ টাইমস ডেস্ক

৯ এপ্রিল ২০২৫ ১৯:০০

আগামীকাল শুরু হতে যাচ্ছে এসএসসি/দাখিল পরীক্ষা। চলতি বছরে রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১লাখ ৮১ হাজারে দাড়িয়েছে যা গতবছরের তুলনায় ১৯ হাজার কমেছে।

বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন, আর ২০২৫ সালে তা নেমে এসেছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জনে। এতে করে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। এ পরীক্ষা চলবে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম জানান, পরীক্ষার্থীর এই হ্রাসের পেছনে মূল কারণ রেজিস্ট্রেশন কম হওয়া। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

১০ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিটে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও সহজ বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হবে এসএসসি পরীক্ষা। রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, পরীক্ষা চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউডস্পিকার, বাদ্যযন্ত্র কিংবা যেকোনো উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরীর ২৭টি কেন্দ্রে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]