04/16/2025 এসএসসি পরীক্ষা শুরুর দিনে অনুপস্থিত ১৪ হাজার ৭৩৮
রাজ টাইমস ডেস্ক
১০ এপ্রিল ২০২৫ ২১:২১
আজ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
প্রথম দিনের এসএসসি পরীক্ষায় ৯ বোর্ডে মোট ১৪ হাজার ৭৩৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া নানা অভিযোগে পরীক্ষায় অংশ নেওয়া ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কন্ট্রোল রুমের প্রাপ্ত তথ্য থেকে এ বিষয়ে অবহিত করা হয়।
অনুপস্থিতি সবচেয়ে বেশি ছিল ঢাকা শিক্ষা বোর্ডে ৩ হাজার ৪৯৬ জন। চট্টগ্রামে ১ হাজার ১৭৩ জন, রাজশাহীতে ১ হাজার ৬২২ জন, বরিশালে ১ হাজার ৩৩ জন, সিলেটে ৮৭৮ জন, দিনাজপুরে ১ হাজার ৩৪১ জন, কুমিল্লায় ২ হাজার ৫৫৩ জন, ময়মনসিংহে ৮৪২ জন এবং যশোরে ১ হাজার ৮০০ জন অনুপস্থিত ছিল।
বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এই পরীক্ষা। সারাদেশে যা অনুষ্ঠিত হয়েছে ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায় এবং শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।
এদিকে, পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের উপচেপড়া ভিড় ও যানজটের ভোগান্তিতে বিরক্ত অনেক পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনের এমন তিক্ত অভিজ্ঞতা থেকে রেহাই চান তারা।
এদিকে, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।