26838

04/14/2025 রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮২.৮২ শতাংশ

রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮২.৮২ শতাংশ

রাবি প্রতিনিধি:

১২ এপ্রিল ২০২৫ ১৭:৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বি’ ইউনিটের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৮২.৮২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের পাঁচ বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জনসংযোগ দপ্তর জানিয়েছে, রাজশাহীসহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরের আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত বি ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদন করে ৪২ হাজার ৪৪৩ জন শিক্ষার্থী।

এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩৫ হাজার ১৪৫ জন। এতে উপস্থিতির হার ৮২.৮২ শতাংশ। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ছোটখাটো সমস্যা ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী পরীক্ষাগুলো আরও সুন্দরভাবে সম্পন্ন করার প্রত্যাশা করেন তিনি।

এ বছর ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ভর্তিচ্ছুদের মূল্যায়ণ করা হবে। প্রতি ভুলের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। সাত দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

আগামী ১ জুলাই চলতি শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]