26849

04/16/2025 ইবিতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইবিতে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ সাদ,ইবি প্রতিনিধি :

১৩ এপ্রিল ২০২৫ ১৮:৫৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সম্ভাবনা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এবং স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আইসসিটি এর যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় তিনি তাঁর বক্তব্যে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে উৎসাহিত করেন।

সেমিনারটির সভাপতিত্ব করেন আই-ইইই ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলর এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহী হতে উদ্বুদ্ধ করেন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ওপর আলোকপাত করেন।

সেমিনারে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু উবাইদা এবং জয়িতা মোদক এর যৌথ সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গবেষক ড. মোহাম্মদ আলী মনি। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অধ্যাপক হিসেবে কর্মরত।

পাশাপাশি তিনি অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটিতে সেন্টার ফর এ আই অ্যান্ড ডিজিটাল হেল্থ টেকনোলজি এর পরিচালক এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। সেমিনারে তিনি তাঁর শিক্ষা ও গবেষণাজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার জন্য বাস্তবসম্মত দিকনির্দেশনা প্রদান করেন।

সেমিনারে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও আই-ইইই সদস্যসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আলোচনায় সমৃদ্ধ এই সেমিনারটি শিক্ষার্থীদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। আলোচনা শেষে অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ইন্সটিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আই-ইইই) বিশ্বের ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ সংগঠন। সংগঠনটি বিশ্বব্যাপী প্রকৌশল ও প্রযুক্তির উন্নতি সাধনে নানাবিধ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রকৌশল পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্রাঞ্চের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। ২০১৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই-ইইই স্টুডেন্ট ব্রাঞ্চ যাত্রা শুরু করে। একই বছর দেশসেরা উদীয়মান ব্রাঞ্চ হওয়ার গৌরব অর্জন করে আই-ইইই ইবি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং ২০২৪ সালের আই-ইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার কর্তৃক দেশসেরা স্টুডেন্ট চ্যাপ্টারের পুরস্কার অর্জন করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]