04/16/2025 রাজপাড়ায় জামায়াতের ফ্রি হোমিও চিকিৎসা কেন্দ্র-২ এর উদ্বোধন
পবা প্রতিনিধি:
১৪ এপ্রিল ২০২৫ ২১:৩৭
আজ ১ বৈশাখ ১৪৩২ , ১৪এপ্রিল (সোমবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপাড়া থানা শাখার সরাসরি তত্ত্বাবধানে ডিঙ্গাডোবা মিশন মোড়ে ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয় কেন্দ্র-২ এর শুভ উদ্বোধন করা হয়।
রাজপাড়া থানা আমীর অধ্যাপক নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে তিনি হোমিও চিকিৎসা কেন্দ্র-২ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
থানা প্রচার মিডিয়া ও সমাজ কল্যাণ সেক্রেটারী মেসবাহউল আলম দিনারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- থানা সেক্রেটারী মোঃ মাহবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ন্যাশনাল ডক্টরস ফোরামের জয়েন সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী মহানগরীর সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানার নায়েবে আমির মাওলানা আজমল হক খান, বাইতুল মাল সম্পাদক ডাক্তার আলমগীর মোরশেদ মতি, সাংগঠনিক সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, যুব বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহিল কাফি, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগন বলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। রাজপাড়া থানা জামায়াতে ইসলামী অত্র এলাকার সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ফ্রি চিকিৎসা কেন্দ্র চালু করলো।
আগামীতে ফ্রি মেডিক্যাল চেকাপ সেন্টার চালুর পরিকল্পনা রয়েছে। বক্তারা জামায়াতের সামাজিক কাজকে আরও বেগবান করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।