04/16/2025 মানিক মিয়ায় ড্রোন শো-তে ফুটে উঠল জুলাই গণঅভ্যুত্থানের চিত্র
রাজটাইমস ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫ ২২:৪১
বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ড্রোন শো-তে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের নানা চিত্র তুলে ধরা হয়েছে। যেখানে শহীদ আবু সাঈদের বাহু প্রশস্ত করে দাঁড়ানোর পাশাপাশি ছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধর পানি বিতরণের আইকনিক দৃশ্যও।
সোমবার পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো-তে বিপুল মানুষের সমাগম হয়। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে নববর্ষে এবার প্রথমবারের মতো ওই ড্রোন শো প্রদর্শিত হয়।
এর আগে রবিবার রাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন শো অনুষ্ঠিত হয়। পরে রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোন শো’র বেশকিছু ছবি শেয়ার করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এদিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’র অনুষ্ঠান ঘিরে সোমবার কড়া নিরাপত্তায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অনুষ্ঠানকে ঘিরে পুলিশের পাশাপাশি র্যাব ও সাদা পোশাকেও নিরাপত্তা জোরদার ছিল।
এ বিষয়ে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক বলেন, মানিক মিয়া অ্যাভিনিউতে পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে দুদিন আগে থেকেই বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা নেয় র্যাব। পাশাপাশি ফুট পেট্রল, রবোস্ট পেট্রল, সাদা পোশাকে নিরাপত্তা এবং ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমেও নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়।