26868

04/16/2025 ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র নতুন কমিটি ঘোষণা

ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতি’র নতুন কমিটি ঘোষণা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৫ এপ্রিল ২০২৫ ১৪:০৬

ঢাকায় বসবাসকারী ধামইরহাট উপজেলার প্রাণের সংগঠন ঢাকাস্থ ধামইরহাট উপজেলা সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেন সমিতির সদস্যরা।

এসময় আগের কমিটি বিলুপ্তি ঘোষণা করে আগামী ২০২৫-২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে নব-নির্বাচিত সভাপতি হিসেবে মোঃ সামসুজ্জোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী মোরশেদ বাবুকে দায়িত্ব দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রুহুল মামুন, দেওয়ান মর্তুজা, আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিলন, সহ-সভাপতি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান জনি, সংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক তারেক মোহাম্মদ জুনায়েদ, অর্থ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাত সহ সমিতির প্রায় ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]