26878

04/16/2025 কুয়েট ভিসির বিরুদ্ধে রুয়েটে শিক্ষার্থীদের প্রতিবাদ

কুয়েট ভিসির বিরুদ্ধে রুয়েটে শিক্ষার্থীদের প্রতিবাদ

রুয়েট প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৫ ০০:০৯

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর প্রশাসনিক নিপীড়ন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বহিষ্কার ও মামলা প্রত্যাহারের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

সোমবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় রুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, কুয়েটে নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার পর প্রশাসন নীরব ভূমিকা নেয় এবং পরবর্তীতে ২২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়।

শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হয়, কাটা হয় পানি-বিদ্যুৎ-ইন্টারনেট সংযোগ। সর্বশেষ সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়, যাদের বেশিরভাগই সাধারণ শিক্ষার্থী।

রুয়েট সিএসই বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান নূর বলেন, “যাদের ওপর হামলা হয়েছে, মামলাও দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধেই। এসব ভিত্তিহীন মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”

সমাবেশের সঞ্চালক যন্ত্রকৌশল বিভাগের মেহরান আল বান্না ইউশা বলেন, “স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ছাত্রসমাজের দায়িত্ব। কুয়েট প্রশাসন যদি ‘নতুন হাসিনা’ তৈরি করতে চায়, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।”

পুরকৌশল বিভাগের শিক্ষার্থী আলামিন ইসলাম রকি বলেন, “বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির কোনো স্থান থাকা উচিত নয়।” অন্যদিকে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী রিফাত কুয়েট ভিসির পদত্যাগ দাবি করেন।

তারা জানান, কুয়েট ভিসির পদত্যাগের দাবির পাশাপাশি রুয়েট শিক্ষার্থীরা আরও তিনটি দাবি জানিয়েছে:

১. সকল মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।
২. সিন্ডিকেটের স্বৈরাচারী সিদ্ধান্ত বাতিল করতে হবে।
৩. শিক্ষার্থীদের মতপ্রকাশ ও প্রতিবাদের অধিকার নিশ্চিত করতে হবে।

প্রতিবাদী শিক্ষার্থীরা বলেন, “আজ কুয়েটে যা হচ্ছে, তা কাল হতে পারে অন্য কোথাও। তাই এখনই প্রতিরোধ জরুরি।” ভবিষ্যতেও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]