04/19/2025 ধামইরহাটে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপন শীর্ষক মানববন্ধন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
১৬ এপ্রিল ২০২৫ ১৪:৪৬
নওগাঁর ধামইরহাটে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে সহিংসতা নিরসনের পাশাপাশি সম্প্রীতি স্থাপন শীর্ষক মতবিনিময় সভা ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় ধামইরহাট ভবনের সামনে আঞ্চলিক মহাসড়কে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)‘র আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে ধামইরহাট ভবনে পিএফজি উপজেলা শাখার কো-অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁ জেলার সমন্বয়ক সুকমল মন্ডল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, উপজেলা শ্রমীকদলের সভাপতি ইব্রাহিম হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলী খাতুন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিনা আক্তার, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক দেওয়ান আব্দুল হান্নান, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মুক্তারুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু, উপজেলা বাসদের সভাপতি দেবলাল টুডু, আদিবাসি নেত্রী রাণী মারান্ডি প্রমুখ।
এসময় বক্তারা এলাকায় শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রাখতে দল মত নির্বিশেষে একত্রে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।