26884

04/19/2025 ধামইরহাটে ৩ হাজারের অধিক কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ধামইরহাটে ৩ হাজারের অধিক কৃষককে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৬ এপ্রিল ২০২৫ ১৫:২৪

নওগাঁর ধামইরহাটে ৩ হাজার ১১০ জন কৃষকের বিনামূল্যে আউশ ধানের বীজ, পাট বীজ, তিলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় তিন হাজার ১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।

তিন হাজার কৃষক প্রত্যেক কৃষককে ৫কেজি উফসী আউশ ধানবীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ৯০ জন কৃষক প্রত্যেককে ১ কেজি করে পাট বীজ ৫ কেজি ডিএপি,৫কেজি এমওপি এবং ২০ জন প্রত্যেক কে ১ কেজি তিলের বীজ ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এসব কৃষি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোসা. জেসমিন আক্তার। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ কুমার কুন্ডু, কৃষিবিদ মো. মাহফুজুর রহমান, উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, উপসহকারি কৃষি কর্মকর্তা রেজাউল করিম, মারুফ হোসেন, ফারুক হোসেন প্রমুখ।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের জানান-বোরো ধান কাটার পর কোন মাটি যেন অনাবাদী না থাকে সে লক্ষে কৃষি উৎপাদন বৃদ্ধিও জন্য কৃষিখাতে সরকার ব্যাপক ভর্তুকি দিচ্ছে। যাতে একই মাটিতে তিন ফসলি ফসল ও খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি পায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]