26885

04/19/2025 পহেলা বৈশাখের ১দিন পর ইবিতে বর্ষবরণ উৎসব পালিত

পহেলা বৈশাখের ১দিন পর ইবিতে বর্ষবরণ উৎসব পালিত

ইবি প্রতিনিধি:

১৬ এপ্রিল ২০২৫ ১৬:৪৪

পহেলা বৈশাখের একদিন পর ৩রা বৈশাখ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা নববর্ষ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৬ই এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, দপ্তরসমূহ আনন্দ শোভাযাত্রা র‍্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাংলা মঞ্চের সামনে সমবেত হয়। এরপর সেখানে বিকাল ৪টা পর্যন্ত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ বলেন ‘ গত বছরের সকল গ্লানি-বৈষম্য-অন্ধকার-অনাচার মুছে যাক। নতুন পরিকল্পনা ও শপথে আগামী দিনে আমরা এগিয়ে যাব।

আগামী বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত দেখতে চাই। বৈশাখ নতুন আলোর বার্তা নিয়ে এসেছে। আমাদের সবার আগামী দিনের জীবন আনন্দ-আলো-উচ্ছ্বাসে ভরে উঠুক। আমরা আগামী দিনে যে বাংলাদেশ গড়ব সেই বাংলাদেশ হবে আজকের এই বৈশাখের প্রত্যয়ে ও শপথে নতুন বাংলাদেশ। আমরা ঐক্যের ও মৈত্রীর এবং দুর্নীতিমুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ার শপথ নেয়ার আহবান জানাই।

তিনি আরও বলেন, বাংলা বর্ষবরণ আমাদের আজন্মকালের বর্ষবরণ। এজন্য বাংলা বর্ষবরণের সময় আমরা নেচে-গেয়ে আনন্দ-উচ্ছ্বাসে উদ্বেলিত হই। এই চমৎকার আয়োজনে আমি ব্যক্তিগতভাবে অভিভূত। আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল অংশীজনের সর্বজনীন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উচ্ছ্বসিত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এটি পরিবর্তিত বাংলাদেশের ফলাফল।

আর এই পরিবর্তিত বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কাছে ঋণী। আজকের অনুষ্ঠানের সকল কৃতিত্ব ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয়ে প্রতিজ্ঞাবদ্ধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের। তাদের কাছে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি উৎসর্গ করেন ভাইস চ্যান্সেলর।

ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলা থাকায় আজকে এ বিশ্ববিদ্যালয়ে এক কিলোমিটারেরও বেশি দীর্ঘ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে এরকম জাঁকজমকপূর্ণ প্রোগ্রাম আমি আমার শিক্ষকতা জীবনে দেখিনি’।

এসময় আরও উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মনজুর রহমান, প্রফেসর ড. মোঃ রশিদুজ্জামান এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর মোঃ রফিকুল ইসলামসহ আরও অনেকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]