26901

04/19/2025 ধামইরহাটে র‌্যাবের হাতে মাদক সম্রাট টুকটুক গ্রেফতার

ধামইরহাটে র‌্যাবের হাতে মাদক সম্রাট টুকটুক গ্রেফতার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪০

নওগাঁ ধামইরহাট উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ি শ্রী জয়পাল ওরফে টুকটুক (৩৫) কে মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত বুধবার বিকালে উপজেলার চকযদু এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি দক্ষিণ চকযদু এলাকার মৃত দ্বারিকা পালের ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি দল উপজেলার চকযদু এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামির নিকট থেকে ৩৮ পিচ ইয়াবা এবং ১৪ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাকে আটক করেন। এসময় আসামির ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ধৃত আসামি দীর্ঘদিন নওগাঁ জেলার ধামইরহাট সীমান্ত এলাকা থেকে অবৈধ ভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে এলাকার যুবসমাজের নিকট খুচরা ও পাইকারী মুল্যে বিক্রিয় করে আসছিল।

গোপন খবরের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। পরে গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় ধামইরহাট থানায় মামলা দায়েরের মাধ্যমে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অপারেশনাল দল নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রেখেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]