26907

04/19/2025 রাজশাহীতে আদালত থেকে আসামির পলায়ন

রাজশাহীতে আদালত থেকে আসামির পলায়ন

রাজ টাইমস ডেস্ক

১৭ এপ্রিল ২০২৫ ২২:২৪

রাজশাহীর একটি আদালতের পুলিশ হেফাজত থেকে পালিয়েছে মাদক মামলার এক আসামি।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজিরা শেষে পালিয়ে যায় ওই আসামি।

আদালত সূত্রে জানা গেছে, ওই আসামির নাম মো. আরিফ হোসেন (৩২)। তিনি নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া ডাবতলা এলাকার জাকির হোসেনের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফ হাজিরা দেন। হাজিরা শেষে পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসান আসামিকে হাতকড়া পরা অবস্থায় মেট্রোপলিটন কোর্ট হাজতখানায় নিয়ে যাওয়ার সময় হাতকড়াসহ আরিফ পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। পাশাপাশি এ ঘটনায় কারো দায়িত্বে অবহেলা রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]