04/19/2025 ২২ বছর পর সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবানকে বাদ দিলো রাশিয়া
রাজ টাইমস ডেস্ক
১৮ এপ্রিল ২০২৫ ১৪:০৬
আফগানিস্তানের শাসকদল তালেবানের ওপর থেকে ২২ বছর পর সন্ত্রাসী তকমা প্রত্যাহার করে নিয়েছে রাশিয়া। এই পদক্ষেপের ফলে আফগানিস্তানের নেতৃত্বের সাথে মস্কোর স্বাভাবিক সম্পর্কের পথ প্রশস্ত হবে।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার সুপ্রিম কোর্ট নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেয়ার রায় দেয়। রাশিয়া ২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়া মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইসহ সব ক্ষেত্রে আফগানিস্তানের সাথে পারস্পরিকভাবে লাভজনক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রাখে।’
বিবৃতিতে বলা হয়েছে, মস্কোর লক্ষ্য কাবুলের সাথে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা এবং ভবিষ্যতের জ্বালানি ও অবকাঠামো প্রকল্পের জন্য আফগানিস্তানের কৌশলগত অবস্থানকে কাজে লাগানো।
মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রায় দুই দশক অবস্থানের পর ২০২১ সালের আগস্টে আফগানিস্তান ত্যাগের পর দ্বিতীয়বার ক্ষমতায় আসে তালেবান। এরপর থেকেই তালেবানের সাথে রুশ কর্মকর্তারা কাজ শুরু করেন। যুদ্ধ বিধ্বস্ত মধ্য এশিয়ার এই দেশকে স্থিতিশীল করতে তাদের সাথে যোগাযোগ গড়ে তোলার আহ্বানও জানাতে থাকেন রুশ কর্মকর্তারা।
আফগানিস্তান থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিভিন্ন দেশে অবস্থিত ইসলামপন্থী গোষ্ঠীর কাছ থেকে বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখোমুখি হওয়ায় রাশিয়া তালেবানদের সাথে কাজ করার প্রয়োজনীয়তা দেখছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টায় তালেবানকে ‘মিত্র’ হিসেবে বর্ণনা করেছিলেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি ফোরামে তালেবান কর্মকর্তাদের আতিথেয়তা প্রদানকারী মস্কো দক্ষিণ-পূর্ব এশিয়ায় গ্যাস রফতানির জন্য আফগানিস্তানকে একটি ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করতে চাইছে।
এশিয়ার অন্যান্য দেশগুলোও সাম্প্রতিক বছরগুলোতে তালেবানের সাথে সম্পর্ক উন্নত করেছে, যদিও কোনো রাষ্ট্রই এখনো তালেবানকে পুরোপুরি স্বীকৃতি দেয়নি। তবে চীন, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ইরানের মতো দেশগুলোর দূতাবাস কাবুলে রয়েছে। তালেবানদের ক্ষমতা দখলের পর ২০২৩ সালে বেইজিং প্রথম দেশটিতে তাদের রাষ্ট্রদূত নিয়োগ করে।