26916

04/19/2025 রুয়েট কেন্দ্রে খুবি‘র বি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রুয়েট কেন্দ্রে খুবি‘র বি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রুয়েট প্রতিনিধি:

১৮ এপ্রিল ২০২৫ ১৮:৪০

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২৫ সেশনের প্রথম বর্ষ ভর্তি স্নাতক (সম্মান) শ্রেণীর পরীক্ষার অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রুয়েটের বিভিন্ন ভবন সমূহে “বি” ও "এ" ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০ টায় থেকে শুরু হয়ে বিকেল ৫টা ৪০ মিনিটে শেষ হয়। প্রথমে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত "বি" ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৩টা থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত "এ" ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রুয়েট কেন্দ্রে “বি” ও "এ" ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাক্রমে ৬ হাজার ৩৮৯ জন ও ৭ হাজার ৯৫০ জন ছাত্র-ছাত্রী মনোনিত হয়েছিল। যার মধ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত “বি” ইউনিটের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪ হাজার ৫৫৯ জন ছাত্র-ছাত্রী ও "এ" ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৫ হাজার ৫৫৭ জন ছাত্র-ছাত্রী।

অর্থাৎ “বি” ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৭১.৩৬ শতাংশ ও "এ" ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ৬৯.৯০ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, পরীক্ষা চলাকালে সকাল থেকে ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পদচারনায় রুয়েট ক্যাম্পাস হয়ে উঠেছিল মূখরিত। ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী সদস্যরা নিয়োজিত ছিলো। পরীক্ষা চলাকালে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি।

রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও উর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের কর্তাব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]