26920

04/19/2025 গাজায় আটকা পড়েছে ২০ লাখেরও বেশি মানুষ

গাজায় আটকা পড়েছে ২০ লাখেরও বেশি মানুষ

রাজটাইমস ডেস্ক

১৮ এপ্রিল ২০২৫ ২২:৫০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ লাখেরও বেশি মানুষ আটকা পড়ে আছে বলে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জানিয়েছেন জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

তুর্কী বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় চলমান যুদ্ধ ও ত্রাণ সরবরাহ কমে যাওয়ার ফলে মানসিক চাপের মাত্রা বেড়েছে- বিশেষ করে শিশুদের মধ্যে। এছাড়াও দিন দিন মানসিক স্বাস্থ্যগত চাহিদাও বাড়ছে।

মানবিক-বিষয়ক সমন্বয় অফিসের (ওসিএইচএ) উদ্ধৃতি দিয়ে ডুজারিক বলেন, ২ মার্চ ইসরাইল গাজায় মানবিক সাহায্যের প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকে মানবিক সরবরাহ প্রায় হ্রাস পাচ্ছে।

জাতিসঙ্ঘ মুখপাত্র আরো বলেন, যুদ্ধের ফলে পানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কূপ, পাম্পিং স্টেশন ও পয়ঃনিষ্কাশন শোধনাগারসহ প্রায় ৯০ শতাংশ পানি সম্পদ হয় ধ্বংস হয়ে গেছে অথবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডুজারিক জোর দিয়ে বলেন, ‘আমরা পুনর্ব্যক্ত করছি, দখলদার শক্তি হিসেবে ইসরাইলের আন্তর্জাতিক আইনের অধীনে স্পষ্ট বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে রয়েছে খাদ্য, চিকিৎসা সরবরাহ এবং জনস্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা এবং যদি তা সরবরাহ করা না হয় তখন মানবিক ত্রাণ সরবরাহ করা।’

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, উত্তরে ইসরাইলি অভিযান অব্যাহত থাকায় হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং বাড়ি ফিরতে পারছেন না।

ইসরাইলি ভূখণ্ডে হামাস ২০২৩ সালের অক্টোবরে আকস্মিক হামলা চালায়। এরপর পরই ইসরাইল গাজায় ব্যাপকহারে সামরিক আক্রমণ শুরু করে। ১৮ মাস ধরে চলমান ইসরাইলি বাহিনীর নৃশংস হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]