04/20/2025 ধামইরহাটে শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি শীর্ষক পর্যালোচনা সভা
রাজ টাইমস ডেস্ক
১৯ এপ্রিল ২০২৫ ১৫:০৭
নওগাঁর ধামাইরহাটে সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সভা কক্ষে 'দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আওতাধীন পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) ধামইরহাট উপজেলা শাখার কো–অর্ডিনেটর আবু হেনা মোস্তফা কামাল বাবুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম, পৌর বিএনপি নেতা আজমল হোসেন চৌধুরী সাহান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি বেলি খাতুন, উপজেলা মহিলাদলের যুগ্ন আহবায়ক সেলিনা বেগম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আইয়ুব হোসেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক দেওয়ান আব্দুল হান্নান, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মুক্তারুল ইসলাম, যুবলীগ নেতা সেলিম মাহমুদ রাজু, উপজেলা বাসদ সভাপতি দেবলাল টুডু প্রমুখ।
এসময় বক্তারা অত্র উপজেলায় শান্তি, সম্প্রীতির ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলেই ঐক্যমত পোষণ করেন। পাশাপাশি অত্র উপজেলাতে মাদকের প্রভাব দমনে কার্যকর ব্যবস্থার পরিকল্পনা হাতে নেন।