04/20/2025 আ'লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাবিতে বিক্ষোভ মিছিল
রাবি প্রতিনিধি:
১৯ এপ্রিল ২০২৫ ১৮:৫৭
জুলাইয়ে গণহত্যাকারী আ'লীগ কর্তৃক দেশব্যাপী অপতৎপরতার বিরুদ্ধে ও আ'লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল শনিবার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্ত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় ‘খুনি লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন; ‘আলি রায়হান মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; ‘দিয়েছি তো রক্ত, আরো দিবো রক্ত; ‘আ'লীগের ঠিকানা, এই বাংলায় হবে না'। ‘আমার সোনার বাংলায়, আ'লীগের ঠাই নাই' ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে শিক্ষার্থীরা।
এসময় মেহেদী সজিব বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে নাৎসি পার্টি গণহত্যা চালানোর দায়ে নিষিদ্ধ হয়েছিলো৷ তারা এখনো নিষিদ্ধ হয়ে আছে। কিন্তু আ'লীগ দেশে গণহত্যা চালানোর পরেও এখনো নিষিদ্ধ হচ্ছে না। যে আ'লীগের গায়ে শাপলা হত্যাকান্ড, পিলখানা হত্যাকাণ্ডের রক্ত লেগে আছে, সেই আ'লীগকে কোন স্বার্থ বাস্তবায়ন করার জন্য তাদেরকে নিষিদ্ধ করছে না, তা আমার জানা নেই। অন্তর্বতী সরকারকে বলবো, আপানারা অতিদ্রুত গনহত্যাকারী আ'লীগকে নিষিদ্ধ করেন। সারা বাংলার ছাত্র জনতা আপনাদের সাথে আছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সালাউদ্দিন আম্মার বলেন, ৫ আগস্টে আমরা আ'লীগকে দাফন করলেও আমাদের কাছে ডেথ সার্টিফিকেট নেই। আমরা আ'লীগের ডেথ সার্টিফিকেট চাই। যে সকল রাজনৈতিক দল আজ আ'লীগের প্রতি নমনিয়তা দেখাচ্ছে তাদের জানিয়ে দিতে চাই ৫ আগস্ট না আসলে জামাত বিএনপি সকলকেই ৫ আগস্টের দায় নিয়ে নিষিদ্ধ হতে হতো।