26931

04/20/2025 সংস্কার ছাড়া নির্বাচন করলে ভোট আবারও প্রশ্নবিদ্ধ হবে: মুজিবুর রহমান

সংস্কার ছাড়া নির্বাচন করলে ভোট আবারও প্রশ্নবিদ্ধ হবে: মুজিবুর রহমান

রাজ টাইমস ডেস্ক :

১৯ এপ্রিল ২০২৫ ১৯:০৭

সংস্কার ছাড়া নির্বাচন হলে তা আবারও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, ‘সংস্কার ছাড়া নির্বাচনের নামে আবারও চোর-ডাকাতদের জয়যাত্রা হবে, যা দেশের জন্য ভয়াবহ হবে।’

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর শাখার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা।

বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘এখন থেকেই অনেকেই চুরি-ডাকাতির জন্য পাঁয়তারা শুরু করেছে। তারা নির্বাচিত হলে বিগত সময়ের মতোই লুটপাট চলবে। তাদের একমাত্র উদ্দেশ্য—যে করেই হোক নির্বাচন হওয়া। কিন্তু সেই নির্বাচন যদি স্বৈরাচারী কায়দায় হয়, তবে জনগণ তা প্রত্যাখ্যান করবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে অবকাঠামোগত ও নীতিগত সংস্কার অবশ্যই প্রয়োজন। তবে সংস্কারের নামে সময়ক্ষেপণও বরদাশত করা হবে না। দ্রুত সংস্কার করে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনই এখন জনগণের একমাত্র দাবি।’

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘শিক্ষকরাই গত সময়ের পাতানো নির্বাচনের প্রত্যক্ষ সাক্ষী। মাত্র ৪ শতাংশ ভোট পড়লেও তাদের দিয়ে ৪১ থেকে ৪৫ শতাংশ ভোট লিখিয়ে নেওয়া হয়েছে।’

তিনি উপস্থিত শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন, এমন অঙ্গীকার চাই। আগামী নির্বাচনে আর কেউ যেন জালিয়াতি করতে না পারে, সেটা নিশ্চিত করাও আপনাদের দায়িত্ব।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম ফজলুল করীম এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]