26933

04/20/2025 উত্তেজনা আর সম্ভাবনার দ্বন্দ্বে শেষ হলো ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা

উত্তেজনা আর সম্ভাবনার দ্বন্দ্বে শেষ হলো ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা

রাজটাইমস ডেস্ক

১৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৭

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পরমাণু আলোচনা শনিবার রোমে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা পর শেষ হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায়, ওমানে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর ইরান ও যুক্তরোষ্ট্রর প্রতিনিধিদলের মধ্যস্থতায় আলোচনা ইতালির রাজধানীতে স্থানীয় সময় সাড়ে ৯টায় শুরু হয়। প্রায় ৪ ঘণ্টা আলোচনার পর এটা শেষ হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আগামী শনিবার ওমানে আবার বৈঠকের আগে সম্ভাব্য পারমাণবিক চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞদের দায়িত্ব দেয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।

এ আলোচনায় মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ।

এদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচকরা এমন একটি চুক্তির সন্ধান করছেন যা নিশ্চিত করে যে ইরান পারমাণবিক অস্ত্র ধারণ করবে না কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি বিকাশের ক্ষমতা বজায় রাখবে।

এর আগে মাস্কটে দুই দেশের মধ্যে প্রথম পর্বের পরোক্ষ আলোচনা হয়, যেটিকে ‘গঠনমূলক’ বলেই উল্লেখ করা হয়।

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে সরে আসার পর এটিই ছিল দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের প্রথম মুখোমুখি সংলাপ।

ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশে পরিচালিত। যদিও যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য দেশগুলো আশঙ্কা করছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে।

আলোচনার আগের দিন মস্কোতে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, আমরা প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা আন্তরিকতার ইঙ্গিত পেয়েছি, তবে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনো সন্দেহ রয়েছে।

তবে, ইরান এই আলোচনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিচ্ছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইস্মাইল বাকায়ি বলেন, এই পথ সহজ নয়, তবে অতীত অভিজ্ঞতার ওপর ভর করেই আমরা সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি।

জাতিসঙ্ঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে বলেন, ইরান বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

বর্তমানে ইরান ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা ২০১৫ সালের চুক্তির শর্ত ৩.৬৭ শতাংশের চেয়ে বহুগুণ বেশি। যদিও এখনো এটি অস্ত্র তৈরি করার পর্যায়ে (৯০ শতাংশ) পৌঁছায়নি।

ইরানের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে, যা কোনোভাবেই আলোচনার বিষয় নয়। তবে যুক্তরাষ্ট্র এ কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছে।

ইরান জানিয়ে দিয়েছে, আলোচনা কেবল পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েই সীমাবদ্ধ থাকবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে আলোচনা গ্রহণযোগ্য নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে তারা ‘সুস্পষ্ট কৌশল’ নিয়ে এগোচ্ছে।

সূত্র : আল-জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]