26943

04/20/2025 রাজশাহীতে চোলাই মদে দুই যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

রাজশাহীতে চোলাই মদে দুই যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪

রাজ টাইমস ডেস্ক

২০ এপ্রিল ২০২৫ ১৩:৫৬

রাজশাহীর চারঘাট উপজেলায় চোলাই মদপানে দুই যুবকের মৃত্যুর পর অভিযান চালিয়েছে র‌্যাব-৫। অভিযানে পুঠিয়ার কৃষ্ণপুর গ্রাম থেকে ১,৪২০ লিটার চোলাই মদ উদ্ধার ও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া চারজন হলেন-পুঠিয়ার কৃষ্ণপুর গ্রামের মৃত বাল্য সর্দারের ছেলে শক্তি সর্দার (৭০), শিমুল সর্দারের স্ত্রী চামেলী সর্দার (৩৫), দীপক সর্দারের স্ত্রী শখী সর্দার (২৩) এবং মৃত মহাদেব সর্দারের ছেলে রবিন সর্দার (১৯)।

র‌্যাবের তথ্য অনুযায়ী, তারা সবাই এলাকায় চিহ্নিত চোলাই মদ প্রস্তুতকারী ও বিক্রেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে নিজেদের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে মদ উৎপাদন করে তা ৫০ ও ১০০ টাকার বোতলে স্থানীয় যুবকদের কাছে বিক্রি করতেন।

৮ এপ্রিল চারঘাটে ওই চোলাই মদ পান করে দুই যুবকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করে র‌্যাব। এর ধারাবাহিকতায় শনিবার কৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে মদের বিশাল চালানসহ উৎপাদনের সরঞ্জাম জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]